Reading Room
কী এবং কেন?
প্রথমে একটা ফ্রেন্ড সার্কেল কল্পনা করো—
যেখানে বেশিরভাগ মানুষ প্রতিদিন ১৫–১৬ ঘণ্টা পড়াশোনা করে। তারা ক্লান্ত হয়, তারা বিরক্ত হয়, তবু থামে না।
আর সেই একই সার্কেলেই কিছু মানুষ আছে— যারা পড়তে চায়, ইচ্ছা আছে, কিন্তু Consistency নাই।
কিন্তু সেখানে প্রতিদিন একটা জিনিস ঘটে— যারা পড়ে না, তারা প্রতিদিন দেখে 👇
- 👉 তার ফ্রেন্ডরা পড়ছে
- 👉 আজও পড়ছে
- 👉 মাসের পর মাস ধরে পড়ছে
“ওরা যদি পারে, আমি পারব না কেন?”
এর সাথে যুক্ত হয় Reading Room-এর মেন্টরদের গাইডলাইন, অনিয়ম করলে শাস্তির ভয় এবং ভালো পারফরম্যান্স করলে Reward পাওয়ার লোভ।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
উত্তর: Reading Room হলো পড়াশোনার জন্য একটি আইসোলেটেড, ডিসিপ্লিনড ও ফোকাসড প্ল্যাটফর্ম। এখানে তুমি নিজে পড়বে, তোমার ফ্রেন্ডরাও পড়বে। কে কতক্ষণ পড়ছে, কী পড়ছে—সবকিছু তুমি দেখতে পারবে।
📌 এখানে প্রথমে তুমি অন্যকে উদাহরণ হিসেবে নেবে,
📌 আর কিছুদিন পর নিজেই অন্যদের জন্য উদাহরণ হয়ে যাবে।
উত্তর: না ভাই, Reading Room-এ আমরা কোনো ক্লাস নেই না। তবে তুমি— অনলাইন ক্লাস, অফলাইন কোচিং বা প্রাইভেট টিউশন কানেক্ট করে করতে পারো।
Reading Room শুধু একটা জিনিস নিশ্চিত করে— 👉 তুমি যেন ফোকাস হারাও না এবং নিয়মিত পড়ো।
ছাত্রজীবনের একটা সত্য কথা— 📖 পড়াশোনা ঠিক থাকলে জীবনের অর্ধেক টেনশন এমনিতেই কমে যায়।
- পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করে
- ডিসিপ্লিন শেখায়
- প্রতিদিন ১২–১৫ ঘণ্টা ফোকাসড স্টাডিতে সাহায্য করে
✅ To-Do List System
প্রতিদিন দিনের শুরুতে টার্গেট সেট করা হয়। একবার টার্গেট সেট হয়ে গেলে সারাদিন আর চিন্তা করতে হয় না— শুধু একটার পর একটা টাস্ক কমপ্লিট করতে হয়।
🎁 Reward System
পড়তে ইচ্ছা বাড়ায় ও প্রতিযোগিতা তৈরি করে।
- ▪️ প্রতিদিন সকালে To-Do List তৈরি
- ▪️ Study Timer, Namaz Timer ও Reminder
- ▪️ দিন শেষে কাজের পারসেন্টেজ সাবমিশন
- ▪️ সব কিছু প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে ট্র্যাক করা
উত্তর: অবশ্যই আছে। প্রতিটি অধ্যায় শেষ করার পর অধ্যায়ভিত্তিক পরীক্ষা ও প্রশ্ন প্রাইভেট গ্রুপে দেওয়া আছে।
📊 ১৫,০০০+ Practice Polls যুক্ত হচ্ছে যা তোমার প্রস্তুতিকে আরও শক্ত করবে।
আমাদের আছে একটি Dedicated Doubt Solve Group। যারা নিয়মিত সুন্দরভাবে ডাউট সলভ করে— 🎁 তাদের জন্য রয়েছে Doubt Solver Reward।
আমাদের শাস্তির উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়— 👉 বরং রেগুলার পড়ার মধ্যে রাখা।
⚠️ বারবার সতর্ক করার পরও যদি কোনো উন্নতি না হয়, তাহলে শেষ পর্যায়ে গ্রুপ থেকে রিমুভ করা হবে।
আমাদের লক্ষ্য একটাই— 👉 তোমাকে একজন দায়িত্বশীল, রেগুলার ও সিরিয়াস স্টুডেন্ট বানানো।
[এছাড়াও লুকানো অনেক কার্যক্রম আছে আমাদের Reading Room এর সিস্টেমে, যেগুলো তোমাকে তোমার অন্য বন্ধুদের থেকে ইউনিক ও গোছানো জীবন অতিবাহিত করতে বাধ্য করবে]
দেখা হচ্ছে প্রাইভেট গ্রুপে ইনশা আল্লাহধন্যবাদ